Sunday, November 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ৫ মণের পাখি মাছের দাম ৪৭ হাজার টাকা

৫ মণের পাখি মাছের দাম ৪৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: চারদিকে হৈ-হুল্লোড়ের মধ্যে ৫ মণ ওজনের বিশাল পাখি মাছ। জেলেরা মাছটি কাঁধে নিয়ে মিছিল করে আনলেন ঘাটে। তারপর তোলা হলো নিলামে। ১০ হাজার টাকা নিলামে শুরু হওয়া মাছটি বিক্রি হলো ৪৭ হাজারে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটের বিশাল এ মাছটি কিনে নেন এনায়েত বেপারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার দৌলত খা এলাকার ইকবাল মাঝি নামে এক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সঙ্গে একটি পাখি মাছ পান। মাছটি শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের ফারুক মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

ফারুক মৎস্য আড়তের মালিক ওমর ফারুক বলেন, এত বিশাল মাছ এর আগে হাতিয়ার কেউ দেখেছে কিনা আমার জানা নেই। নিলামে মাছটি এনায়েত বেপারী ৪৭ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি আনার পর মাছঘাটে শোরগোল পড়ে যায়।

আল্লাহর দান মৎস্য আড়তের মালিক মো. আকবর হোসেন বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিক এই মাছ পাওয়া যায় না। গভীর সাগরে মাছটির দেখা মিলে। মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভিড় করেন। আমরা ছবি তুলে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments