নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে শোক মিছিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ মিছিল শুরু করবে দলটি। পরে মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
এর আগে বলা হয়েছিল, শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।
এ দিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, দোয়া ও মিলাদ, বৃক্ষরোপণ কর্মসূচি, যুব সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাপেইজ/এএসএম