নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচির আওতায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব এলাকার চারপাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে তারা।
সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব এলাকার আশপাশে নিউমার্কেট, মিরপুর সড়ক, এলিফ্যান্ট রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পথ দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এ সময় আন্দোলনকারীরা জড়ো হয়ে ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভুয়া ভুয়া’, ‘এক দফা এক দাবি’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।
এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ডাক দিয়েছে।
বাংলাপেইজ/এএসএম