ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর তখন থেকেই আত্মগোপনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। গত কয়দিন ধরে প্রচার হচ্ছে তিনি বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। কিন্তু সেটা সম্ভব হচ্ছিলনা।
তবে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তা হচ্ছে আজ ক্রিকেট বোর্ডের সভা ডাকা হয়েছে। আর সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ধারনা করা হচ্ছে সেখানেই তিনি তার পদত্যাগের আনুষ্ঠানিকতা সেরেছেন। এরই মধ্যে বিসিবির নতুন সভাপতি নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অব্যাহতি দেওয়া হবে। আর সে দুইজনের জায়গায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীণ ফাহিমকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। আর তাদের মধ্য থেকে ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে সে সব পরিষ্কার হয়ে যাবে বোর্ডের আজকের সভায়।
বাংলাপেইজ/এএসএম