Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমুশফিক-লিটনের ফিফটি দিন শেষ বাংলাদেশের

মুশফিক-লিটনের ফিফটি দিন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো না হলেও শেষটা ভালোভবে খেলে দিন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেষভাগে এসে অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাসের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে সফরকারীরা।

এর আগে দুইজনই তুলে নিয়েছেন নিজেদের অর্ধশতক। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে ১৩২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও মুমিনুল হকের সুবাদে প্রথম সেশনের বাকি অংশটা নিজেদের নামে করে নিয়েছিল সফরকারীরা।

এরপর দ্রুতই জাকির ও শান্ত উইকেট হারালে মুমিনুলকে নিয়ে ৯৪ রানের দারুণ জুটিতে চাপ সামলান বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম। নিজের সেঞ্চুরি তুলে নেওয়ার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন। তবে নার্ভাস নাইন্টিসে থেকে, ১৮৩ বলে ৯৩ রানে সাজঘরে ফিরতে হলো তাকে।

এর আগে তৃতীয় তিনের খেলার শুরুর দিকে ১৭তম ওভারে জাকির (২৪) ফেরেন নাসিম শাহের বলে। পাকিস্তানের ইনিংসের ইনিংসে প্রথম উইকেটটি এসেছিল এই জাকিরের দারুণ এক ক্যাচে। এবার তিনি ফিরলেন স্বাগতিকদের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের অসাধারণ এক ক্যাচে।

পরে আরেক ওপেনার সাদমানকে নিয়ে চাপ সামলে ওঠার চেষ্টায় ছিলেন অধিনায়ক শান্ত। তবে দলীয় ৫৩ রানের মাথায় সাজঘরের রাস্তা মাপেন তিনি। তার ব্যাটে আসে ১৬ রান।

মুমিনুল আউট হন নিজের হাফ সেঞ্চুরিটি আদায় করার ঠিক পরেই। অপরদিকে মুশফিকও নিজের অর্ধশতক তুলে নেন।

তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ১৬ বলে ১৫ রান করে সাঈম আইয়ুবের শিকার হন তিনি। দিন শেষে উইকেটে অপরাজিত ছিলেন লিটন ও মুশফিক।

এর আগে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সেখানে দলীয় সর্বোচ্চ ১৭১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। এছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান এবং সাইম আইয়ুবের ব্যাটে আসে ৫৬ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও হাসান, একটি করে নিয়েছেন মিরাজ ও সাকিব।

সংক্ষিপ্ত স্কোরঃ (৩য় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ডি. (১১৩ ওভার); (রিজওয়ান ১৭১, শাকিল ১৪১, সাইম ৫৬; শরিফুল ২-৭৭, হাসান ২-৭০) বাংলাদেশ ১ম ইনিংস: ৩১৬/৫ (৯২ ওভার); (সাদমান ৯৩, মুশফিক ৫৫, লিটন ৫২*, মুমিনুল ৫০; খুররাম ২-৪৭, আলি ১-৪২)

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments