Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবন্যায় ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জন ক্ষতিগ্রস্ত

বন্যায় ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জন ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যায় দেখা দিয়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকা। এই বন্যায় দেশের ১১টি জেলায় ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক তথ্য বিবরণীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় চার জন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচ জন, নোয়াখালীতে তিন জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিন জন মারা গেছেন।

এই ১১ জেলার ৯ লাখ ৭৯ হাজার ৯০১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৫১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ১ হাজার ৯৯৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ৭৬৯টি মেডিক্যাল টিম চালু রয়েছে বলেও জানানো হয়েছে।

বন্যাদুর্গত ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকার নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০ হাজার ১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ হাজার পিস। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাপেইজ/এএমএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments