Wednesday, November 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবন্যার্তদের উদ্ধারে ২০ হেলিকপ্টার মোতায়েন

বন্যার্তদের উদ্ধারে ২০ হেলিকপ্টার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৪৫ জন বন্যাদুর্গতকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী। উদ্ধারের পাশাপাশি, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে মোতায়েন করা রয়েছে সেনাবাহিনীর ৫টি, বিমান বাহিনীর ১২টি, র‌্যাবের ২টি ও বিজিবির একটি হেলিকপ্টার।

পাশাপাশি ২৬ হাজার ৮২৫ প্যাকেট খাদ্য সামগ্রী, ২ লাখ ৭৯ হাজার কেজি শুকনো খাবার, এবং ৩ হাজার ৪৭০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে ২ হাজার ৩৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ভোলার রাজাপুর ইউনিয়নে পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হয়ে স্থানীয় এলাকা প্লাবিত হওয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ, ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।

বন্যাদুর্গত এলাকা ফেনী থেকে জরুরি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী নারীসহ অন্যান্য রোগীদের বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি বাশারে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের সেবাদান শুরু করেছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments