Wednesday, November 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসালমান এফ রহমান ও শেখ সেলিমের ব্যাংক হিসাব জব্দ

সালমান এফ রহমান ও শেখ সেলিমের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব স্থগিত (জব্দ) করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ-সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠিয়েছে।

এফআইইউর চিঠিতে সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানের ব্যাংক হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। অপর চিঠিতে শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম এবং মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়ার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় হিসাব জব্দের পাশাপাশি এদের প্রত্যেকের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিত করছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির হিসাব থেকে যে কোনো পরিমাণের টাকা উত্তোলন করলেই তা বিএফআইইউকে জানাতে বলা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments