Friday, November 15, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদরাতের আঁধারে ১৪ গাড়ি সরিয়ে ফেললো এস আলম

রাতের আঁধারে ১৪ গাড়ি সরিয়ে ফেললো এস আলম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি-অনিয়মে জর্জরিত এস আলম গ্রুপের কোনো সম্পত্তি না কেনার বিষয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর পরই নিজেদের অস্থাবর সম্পত্তি গোপনে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে এস আলম গ্রুপ।

এরই মধ্যে রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে ১৪টি বিলাসবহুল গাড়ি।

বৃহস্পতিবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় এস আলমের ফ্যাক্টরিতে থাকা ১৪টি বিলাসবহুল গাড়ি গোপনে সরিয়ে নেয়া হয়। এতে প্রত্যক্ষ সহযোগিতা করেন সুবিধাবাদী কিছু রাজনৈতিক নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়িগুলো সরানোর কাজে সহযোগিতা করেন বিএনপি নেতা আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব পিবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments