ক্রীড়া ডেস্ক: রাতে লা লিগার ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
ঘরের মাঠে খেলা হওয়ায় জয়ে চোখ রাখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে লা লিগায় প্রথম জয়ের খোঁজে নামবে বেতিসের কোচ ম্যানুয়েল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে দলটি। যেখানে দুই ড্র এক জয়। যা আসলে দলটির সঙ্গে একে বারেই যাচ্ছে না।
অথচ গত মৌসুমের চিত্রটা ছিল একটু ভিন্ন। প্রথম তিন ম্যাচ টানা জয় পেয়েছিল দলটি। এ মৌসুমে এমনটি করতে পারেনি দলটি। লা লিগায় সবশেষ ম্যাচেও লাস পালমাসের সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে লস ব্লাঙ্কোসরা। রিয়াল বেতিস বিপক্ষে লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে একটি করে জয় দুই দলের। বাকি দুই ম্যাচ ড্র।
সবশেষ লাস পালমাসের বিপক্ষের একাদশই দেখা যেতে পারে এ ম্যাচে। যেখানে কিলিয়ান এমবাপ্পে,ভিনিসিয়াস জুনিয়র, রোদ্রিগো দ্বারা শক্ত আক্রমণ ভাগ সাজাতে পারেন রিয়ালের কোচ। যেখানে তিনি ৪-২-৩-১ একাদশে সাজাতে পারেন। তবে এ ম্যাচে ইনজুরির কারণে থাকছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, ডেভিড আলাবা, কামাভিঙ্গা। গেলো ম্যাচে পয়েন্ট হারালেও এ ম্যাচে পয়েন্ট আদায় করে নেয়ার চেষ্টা করবেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
রিয়াল বেতিস এ মৌসুমে দুটি ম্যাচেই খেলেছে। যেখানে তারা হারের মুখ দেখেনি। জয়ও নেই তাদের। রিয়াল বেতিসের একাদশ হতে পারে ৪-২-৩-১। এ ম্যাচে রিয়ালকে ছাড় না দিয়ে লা লিগায় প্রথম জয় তুলে নেয়ার চেষ্টা করবে রিয়াল বেতিস।
বাংলাপেইজ/এএসএম