ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে আগেই সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ৬ উইকেটের বিশাল ব্যবধানে নতুন ইতিহাস অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জয়ের অলরাউন্ড পারফরম্যান্সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ।
তাই সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এই পুরস্কার বাবদ ৫ লাখ পাকিস্তানি রূপি জিতেছেন। এই অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিকশাচালক পরিবারকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারী, রিকশাওয়ালাসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মিরাজ।
আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাওয়ালা পরিবারের হাতে সিরিজসেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি।
পুরো সিরিজেই ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ। পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে ইংরেজিতেই কথা বলছিলেন তিনি।
পরবর্তীতে অনুমতি নিয়ে বাংলায় মিরাজ ঘোষণা দেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের বাইরে প্রথম সিরিজ সেরা হতে পেরে ভালো লাগছে। সবাই জানেন বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা চান। তার পরিবারকে আমি এই অর্থটা দিতে চাই।’
বাংলাপেইজ/এএসএম