Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদরোনালদোর গোলে পর্তুগালের শুভসূচনা

রোনালদোর গোলে পর্তুগালের শুভসূচনা

ক্রীড়া ডেস্ক: নতুন উচ্চতায় গেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তাতেই উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

খেলার ৭ মিনিটে দিয়াগো ডালাটের গোলে এগিয়ে যায় পর্তুগাল। খেলার ৩৪ মিনিটে ডান পায়ের দারুণ শটে গোল করে ক্যারিয়ারে ৯০০ গোল পূর্ণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধে ৪৫ মিনিটে এক গোল পরিশোধ করে ক্রোয়েশিয়া। গোলটি আত্মঘাতী হয়ে আসে। তাতে ২-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দলই। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল পর্তুগাল। কয়েকদফা আক্রমণ করেও লাভ হয়নি। তাতেই ২-১ স্কোরলাইনে জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু করল ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।

এই আসরটি ৫৪ দেশের বিশাল এক প্রতিযোগিতা। শক্তিমত্তার ভিত্তিতে এ বি সি ডি নামে ভাগ করা হয়েছে চার লিগে। দলগুলোর ফলাফলের উপর নির্ভর করে, এক লিগ থেকে আরেক লিগে উন্নতি ও অবনতি।

শীর্ষ দেশগুলোর লিগ ‘এ’ । যেখানে চার গ্রুপে ভাগ হয়ে খেলছে ১৬ দেশ। প্রত্যেক গ্রুপের সেরা দু’দল খেলবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল। যা অনুষ্ঠিত হবে আগামী বছরের চার থেকে আট জুন।

সি লিগের আজারবাইজান-সুইডেন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চতুর্থ আসর। তবে লিগ এ নিয়ে সবার আগ্রহ। প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। বেলগ্রেডে তাদের আতিথ্য দেবে সার্বিয়া।

ইউরো জয়ের ৭ সপ্তাহ পর নেশনস লিগের শিরোপা ধরে রাখার মিশন স্পেনের। লুইস দে লা ফুয়েন্তে দায়িত্ব নেয়ার পর ২১ ম্যাচের ১৭টাতে জিতেছে দল। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা নেশনস লিগও মাতাতে প্রস্তুত।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments