ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। গণমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৪ সেপ্টম্বর) একটি গণমাধ্যমকে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল (মঙ্গলবার) রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে দুর্জয়ই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এর আগে সভাপতির পদ থেকে পাপন ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে শফিউল আলম চৌধুরী পদত্যাগ করেন।
তবে এ দুজনের কেউ পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুসও এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছেন পরিচালকের পদ থেকে।
বাংলাপেইজ/এএসএম