ক্রীড়া ডেস্ক: রাতে নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে তিনবারের রানার্স-আপ নেদারল্যানন্ডসের মুখোমুখি লড়াইয়ে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জোহান ক্রুইফ অ্যারিনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে বসনিয়া।
চলমান নেশন্স লিগে দারুণ শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ের আত্মবিশ্বাসে ফুরফুরে মেজাজে অনুশীলনে সেরেও নিয়েছে দলটি।
দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তিনবারে রানার্স-আপ নেদারল্যান্স। নেশন লিগে এখন পর্যন্ত দুইবারে মুখোমুখি হয়েছিল দলটি। যেখানে প্রথম দেখায় ডাচদের বিপক্ষে ৩-০ গোলের হারের পর দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল জার্মানরা। বলা যায় ডাচদের বিপক্ষে নেশন লিগে জয়ের রেকর্ড নেই জার্মানির। জার্মান দলে ইনজুরি নেই। গত ম্যাচে হাঙ্গেরি বিপক্ষে গোল করেছিল তরুণ পাঁচ ফুটবলার। তবে নিজে গোল করার পাশাপাশি তিন গোলে অবদান রেখেছিলেন জামাল মুসিয়ালা। ডাচদের বিপক্ষের ম্যাচেও তিনি থাকছেন। ম্যাচের একাদশ হতে পারে ৪-২-৩-১।
অন্যদিকে নেদারল্যান্ডেসের ঘরের মাঠে খেলা। দলে কোনো ইনজুরি নেই। সবশেষ ম্যাচে বসনিয়াকে ৫-২ গোলে হারিয়ে ছিল ডাচরা। এছাড়াও জার্মানদের বিপক্ষে পরিসংখ্যান কথা বলছে ডাচদের পক্ষে। তবে এ ম্যাচে জার্মারদের ছাড় দিবে ডাচ কোচ কিমনের শিষ্যরা। ম্যাচের আগের অনুশীলনও সেরেছে আত্মবিশ্বাসে।
একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে বসনিয়া। দুই দলে প্রথম ম্যাচে হেরেছে। তাই নেশন লিগে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় দরকার দুই দলেরই।
বাংলাপেইজ/এএসএম