ক্রীড়া ডেস্ক: দুই বছর তদন্তের পর জুয়া, ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে ৩৮ ফুটবলার ও ৫ কর্মকতাকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করেছে চাইনিজ ফুটবল অ্যাসসিয়েশন।
এই তালিকায় রয়েছেন জিন জিংদাও, কুও তিয়ানইয়ু, কু চাও এবং দক্ষিণ কোরিয়ার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সন জুন-হোও।
সিনহুয়া নিউজ এজেন্সির খবর, জননিরাপত্তা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ঝাং জিয়াওপেং বলেন, তদন্তে ১২০টি ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া গেছে এবং এতে জড়িত ছিল ৪১টি ফুটবল ক্লাব।
ঘুষ, জুয়া এবং অবৈধভাবে ক্যাসিনো খোলার জন্য ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হয়েছে ৪৪ জনকে। আরও ১৭জনের বিরুদ্ধে ঘুষ ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এই ঘটনায় ৪৪ জনের ৪৩ জনকে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকে আজীবনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর বাইরে ১৭ জনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞা।
বাংলাপেইজ/এএসএম