Sunday, October 20, 2024
No menu items!
spot_imgspot_imgspot_imgspot_img
No menu items!
HomeUncategorizedএকসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম

একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম

রাজশাহী ব্যুরো: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন একজন মা। তার নাম মেরিনা খাতুন (৩৫)। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি সুস্থ ছেলেশিশু পৃথিবীর আলো দেখেছে। মেরিনা ও তার নবজাতকরা বর্তমানে সুস্থ রয়েছেন। এই বিরল ঘটনা তার এলাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মেরিনা খাতুনকে তার পরিবারের সদস্যরা বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রসূতির অবস্থা ছিল অস্বাভাবিক ও জটিল, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে গাইনি ও প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

ডা. নিলুফার শারমিন জানান, মেরিনাকে হাসপাতালে নিয়ে আসার সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। জরুরি বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণের পর তাকে দ্রুত অস্ত্রোপচারে নেওয়া হয়। সেখানে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচটি ছেলেশিশুর জন্ম হয়।

তিনি বলেন, নবজাতকদের ওজন ছিল সামান্য কম, তবে সব শিশুই সুস্থ এবং মেরিনাও বর্তমানে ভালো আছেন। মেরিনা খাতুনের স্বামী আবদুল মজিদ (৪০) মালয়েশিয়ায় কর্মরত। তিনি এই সুখবর শুনে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।

পাঁচ নবজাতকের জন্মের খবর দ্রুত হাসপাতালজুড়ে খবরটি ছড়িয়ে পড়েছে। অন্যান্য ওয়ার্ড থেকে রোগীর স্বজনসহ অনেকেই এই বিরল ঘটনাটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন। হাসপাতালের কর্মীরা এই ঘটনার জন্য আনন্দ প্রকাশ করেছেন।

বাংলাপেইচ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments