Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদনীলফামারীতে সাবেক মন্ত্রী নূরের আরো ৩ মামলা

নীলফামারীতে সাবেক মন্ত্রী নূরের আরো ৩ মামলা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আরো তিনটি মামলা সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামন নূরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলা বিএনপি নেতাকে হত্যার অভিযোগে দায়ের করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর থানার পরির্দশক (তদন্ত) এমআর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) বিএনপির সাবেক নেতা গোলাম রব্বানী হত্যার অভিযোগে তার স্ত্রী শাহনাজ বেগম সদর আমলি-১ আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহীন কবিরের আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্য খুঁজতে যায়। সেখানে তাকে না পেয়ে তার পরিবারের লোকজনকে মারধর করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

পরে ২০১৪ সালের ১৫ জানুয়ারি কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচিতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ পরে পরিবারের লোকজন স্থানীয় থানা ও ডিবি অফিসে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে ১৮ জানুয়ারি জানতে পারে উপজেলার আরাজী ইটাখোলা এলাকায় নীলফামারী থেকে ডোমার সড়কের পাশে বাঁশঝাড় রব্বানীর মরদেহ পড়ে আছে। তা জানতে পেরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে এসে দাফনের প্রস্তুতি নিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসাদুজ্জামান নূরের নির্দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments