ক্রীড়া ডেস্ক: ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে জয় পেলেও দ্বিতীয়টিতে হেরেছে বাংলাদেশ। এমন ফলাফলে কারণে প্রভাব পড়েছে ফিফা র্যাংকিয়ে। এবার ফিফা র্যাংকিয়ে দুই ধাপ পেছালো বাংলাদেশ।
বৃহস্পতিবার সর্বশেষ হালনাগাদের পর ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১৮৬তম অবস্থানে রয়েছে লাল-সবুজের দল। রেটিং পয়েন্ট ০.০৪ বেড়ে তা সর্বমোট ৮৯৬.৭১ হলেও তা যথেষ্ট প্রমাণিত হয়নি।
গত জুলাইতে এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দল ১৮৪তম অবস্থানে এসেছিল। ভুটানের মাটিতে এক ম্যাচ হারের পর সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
ফিফা র্যাংকিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও তাদের ১২.৪৬ রেটিং পয়েন্ট কমেছে। আলবিসেলেস্তেদের মোট রেটিং পয়েন্ট এখন ১৮৮৯.০২। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।
ছয়ে আছে বেলজিয়াম, সাতে নেদারল্যান্ডস এবং আট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কলম্বিয়া নবম ও ইতাতি দশম স্থানে রয়েছে । পরবর্তী র্যাংকিং প্রকাশ করা হবে আগামী ২৪ অক্টোবর।
বাংলাপেইজ/এএসএম