নিজস্ব প্রতিবেদক: গেলো কয়েকদিনের উত্তপ্ত পরিবেশের কারণে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এ ঘোষণা দেন রাঙামাটি পরিবহণ চালক-মালিক সমিতি কর্তৃপক্ষ।
তারা জানান, কোনো প্রকার উসকানি ছাড়াই রাঙামাটি শহরে তাণ্ডব চালিয়ে বাস, ট্রাক, এ্যাম্বুলেন্স, অটোরিকশাসহ মালবাহী গাড়ি ভাঙচুর ও চালকদের মেরে রক্তাক্ত করা হয়েছে। তাই গাড়ির ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা খরচসহ রাঙাপানি, আসামবস্তি সড়কে ব্যাপকহারে চাঁদাবাজি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে রাঙামাটিস্থ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এই কর্মসূচির ঘোষণা দেন তারা।
পরিবহণ শ্রমিক নেতা মিজানুর রহমান বাবু বলেন, যতক্ষণ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার পাশাপাশি ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা খরচসহ গাড়ির চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, ততক্ষণ পর্যন্ত রাঙামাটিতে যাত্রী ও পণ্যবাহী সকল যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
বাংলাপেইজ/এএসএম