Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশফের রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফের রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, দুপুর ১টার দিকে ও গতকাল রাত ১২টার দিকে উভয় হলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।

সরেজমিনে দেখা গেছে, দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মধ্যবর্তী রাস্তায় বাঁশ, গাছের ডাল, রড নিয়ে একে-অপরের দিকে তেড়ে যান। এছাড়া একে-অপরকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বর্তমানে সংঘর্ষ বন্ধ থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুবি ছাত্রলীগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments