আজ সেই মাহেন্দ্রক্ষণ। যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। ৫৯ বছর পর সেই দৃশ্যটি দুর্দান্ত হতে চলেছে। যা দেখতে লাগবে না টেলিস্কোপও।
পৃথিবীর সঙ্গে এর দূরত্ব প্রায় ৬০০ মিলিয়ন মাইল। কিন্তু ঘুরতে ঘুরত যখন এটি পৃথিবীর কাছে চলে আসে তখন দূরত্ব কমে হয় ৩৬৫ মিলিয়ন মাইল।
আজ ২৬ সেপ্টেম্বর সেই অবস্থানেই চলে আসবে এই গ্রহ। ফলে তা দেখার সুযোগ পাবেন পৃথিবীবাসী।
বৃহস্পতির মোট ৪টি উপগ্রহ রয়েছে। ‘নাসা’-র বিজ্ঞানীদের দাবি, আকাশ পরিষ্কার থাকলে ওই চার উপগ্রহেরও ঝলক দেখা যেতে পারে।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি জানিয়েছেন, “অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই সেদিন দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩-৪ টি উপগ্রহ।”