Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশআগামীতে চ্যালেঞ্জ আসলে নেবো: বেনজীর আহমেদ

আগামীতে চ্যালেঞ্জ আসলে নেবো: বেনজীর আহমেদ

‘আগামীতে চ্যালেঞ্জ আসলে নেবো।’  এমন মন্তব্য করে পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বেলন, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমার জীবনটা হচ্ছে  চ্যালেঞ্জময়। আগামীতে চ্যালেঞ্জ আসলে অবশ্যই নেব।

সংসদ সদস্য হতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অবসরে যাওয়ার আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এসব ঘটনার তদন্ত হচ্ছে। তবে পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালায়।

বেনজীর আহমেদ জানান, পুলিশ ও র‍্যাবের সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে কয়েক ধাপে শাস্তির আওতায় আনার বিধান রয়েছে।

সুন্দরবনের জলদস্যু আত্মসমর্পণের বিষয়েও কথা বলেন বিদায়ী এ আইজিপি।

তিনি বলেন, এটা ছিল একটা চ্যালেঞ্জ। পুলিশ তাদের আত্মসমর্পণ না করালেও পারতো। কিন্তু এর মধ্য দিয়ে তাদের একটা নতুন জীবন দেয়া হয়েছে।

চাকরি জীবনে তার সব সাফল্য শেখ হাসিনা সরকারের; আর ব্যর্থতা নিজের বলেন জানান বেনজীর আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments