Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাজোড়া আত্মঘাতী নাটকীয় জয় বাংলাদেশের

জোড়া আত্মঘাতী নাটকীয় জয় বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপে অনূর্ধ্ব-১৭ দারুণ শুরু করেছে বাংলাদেশ। তবে গোল করেনি স্বাগতিকরা। ম্যাচে গোল হয়েছে তিনটি। তিনটিই করেছে সিঙ্গাপুর। একবার তারা বল পাঠিয়েছে বাংলাদেশের জালে, দুইবার নিজেদের জালে।

বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে পল থামাস স্মলির শিষ্যরা।

খেলার ৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান নাজিম উদ্দিন। বল নিয়ে বিপক্ষের গোলসীমানায় ঢুকে পড়েন নাজিম। তার বাঁ-পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে হতাশায় পোড়ে বাংলাদেশ। বেঁচে যায় সিঙ্গাপুর।

১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ-প্রান্ত থেকে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশ্যে, কিন্তু সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ।

২৭ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের শটে গোল করেন। শটটি নেন, তা ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি গোলরক্ষক সোহানুর রহমান।

নির্ধারিত ৯০ মিনিট পর রেফারি ইনজুরি সময় দেন ৮ মিনিট। ওই বাড়িয়ে দেওয়া সময়ের ৭ম মিনিটে বাংলাদেশ পেয়ে যায় জয়সূচক গোল।

মোহাম্মদ রাতুল সিঙ্গাপুরের গোলমুখে লম্বা থ্রো করেন। জটলার মধ্যে সিঙ্গাপুর গোলরক্ষক আইজাক লি বল নিয়ন্ত্রণ করতে পারেননি। তার হাত ফসকে জালে ঢুকে যায়। গোল পেয়ে যায় বাংলাদেশ।ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments