চলমান জ্বালানি সঙ্কটের মধ্যেই পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির কথা শোনা গিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
একদিকে প্রধানমন্ত্রী দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে বলেছেন, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়ানো হলে সকল কিছুর দাম বেড়ে যায়। এসব দিক বিবেচনায় আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা এমন তথ্য জানান। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিইআরসি। বেলা সাড়ে ১১টায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে বলে কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাপেইজ/এএসএম