১৪ বছর নিষিদ্ধ হলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মেহের ছায়াকর। ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ছায়াকরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমানো ছায়াকর ভেঙেছেন আইসিসির সাতটি ধারা।
আইসিসি ও কানাডার দুর্নীতি বিরোধী সাতটি নীতিমালা ভঙ্গ করার মাশুল দিলেন ক্রিকেট থেকে একপ্রকার নির্বাসিত হয়ে।
বাংলাপেইজ/এএসএম