Wednesday, November 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশরাশিয়াকে নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ভোট

রাশিয়াকে নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ভোট

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে। এতে বাংলাদেশসহ ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার।

তবে জাতিসংঘের এই নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত ছিল ভারত, চীন, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ। জাতিসংঘের এই প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়াসহ বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া।

রিপোর্ট, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে এটি সর্বোচ্চ ভোট।

এদিকে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ভোটের ব্যাখ্যায় একটি বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। বাংলাদেশ এটাও বিশ্বাস করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments