Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

বাছাই পর্বের মধ্য দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

রোববার গিলংয়ের কার্ডিনা পার্কে প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। দিনের অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। বাছাই পর্বে দুটো গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে আটটি দল।

এই দলগুলোর মধ্যে রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। এদের মধ্যে একমাত্র দল হিসেবে এই আসরে দু-দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে ক্যারিবীয়রা।

২০২১ সালে গত আসরেও বাছাই পর্বে খেলতে হয়েছিল বাংলাদেশকে। এবার সরাসরি মূল পর্বে খেলছে টাইগাররা। বাছাই পর্ব থেকে দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল যোগ্যতা অর্জন করবে মূল পর্বে খেলার। বাংলাদেশসহ সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে আটটি দল।

বাছাই পর্বের চার দল নিয়ে শুরু হবে বিশ্বকাপের আসল লড়াই সুপার টুয়েলভ। এখানেও দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ দল। বাংলাদেশ আছে দুই নম্বর গ্রুপে। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের বাকি দুটো দল আসবে বাছাই পর্ব থেকে। বাছাই পর্ব থেকে ‘বি’ গ্রুপের শীর্ষ দল ও ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।

এবার সাকিব আল হাসানরা মিশন শুরু করবে ২৪ অক্টোবর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পর্ব থেকে আসা ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। গ্রুপ পর্বে ৬ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে দ্বৈরথে নামবে সাকিব ব্রিগেড। এর আগে ২ নভেম্বর ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments