Wednesday, October 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় দশকের ভয়াবহ বন্যা, নিহত ৬০০

নাইজেরিয়ায় দশকের ভয়াবহ বন্যা, নিহত ৬০০

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাইজেরিয়ার দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা এটি।

গতকাল রোববার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

টুইটারে নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বন্যার কারণে দেশটির ১৩ লাখের বেশি মানুষ ঘরছাড়া। মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বন্যায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানায়, সাধারণত বর্ষাকাল জুন মাস থেকে শুরু হয় কিন্তু আগস্ট থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এর আগে ২০১২ সালে দেশটিতে বন্যায় ৩৬৩ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হয়েছিল ২১ লাখ মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments