Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডে জহুর আলীর পাঞ্জাবী মার্কার সমর্থনে বিশাল বৈঠক 

বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডে জহুর আলীর পাঞ্জাবী মার্কার সমর্থনে বিশাল বৈঠক 

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সাবেক মেম্বার জহুর আলীর পাঞ্জাবী মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ৭নং ওয়ার্ডের পূর্ব চান্দশীর কাপন প্রার্থীর নিজ বাড়িতে ওয়ার্ডবাসীর উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীন শিক্ষাবীদ মাওলানা আহমদ আলী হেলালী।
প্রধান বক্তার বক্তব্য দেন ইটিভি ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ পৌর নির্বাচনের ৭নং ওয়ার্ড গুরুত্বপূর্ণ ওয়ার্ড। বিশ্বনাথ যখন থেকে শহরে রুপান্তরিত হওয়া শুরু করে তখন এই ওয়ার্ডই প্রথম শহরে রুপান্তরিত হয়। এখন পৌরসভা হয়েছে, এই ওয়ার্ডকে পরিকল্পিত ও সুন্দর করে গড়ে তুলতে একজন যোগ্য কাউন্সিলর নির্বাচিত করা প্রয়োজন। তিনি বলেন জহুর আলী যোগ্যতার দিক দিয়ে সকল প্রার্থীর উর্ধ্বে। তাই জহুর আলীকে আগামী ২ নভেম্বর পাঞ্জাবী মার্কায় নির্বাচিত করুন। জহুর আলী নির্বাচিত হলে এলাকার মুরব্বি, সাংবাদিক ও ওয়ার্ডবাসীসহ আমরা বসে উন্নত, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ একটি ওয়ার্ড গঠনে একটি পরিকল্পনা গ্রহণ করবো। সেই মোতাবেক জহুর আলী আগামী ৫ বছর কাজ করবেন এবং প্রতিটি কাজ কর্মের জবাবদিহিতা দিবেন এলাকার মুরব্বিসহ সাধারণ ভোটারদের কাছে।

সভায় সবার কাছে পাঞ্জাবী মার্কায় ভোট, সহযোগীতা ও দোয়া চেয়ে বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রার্থী জহুর আলী।
প্রবীণ মুরব্বী ও সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী রহমত আলীর সভাপতিত্বে ও সংগঠক আব্দুল খালিকের পরিচালনায় নির্বাচনী বৈঠকে সমর্থন জানিয়ে আরও বক্তব্য দেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী আব্দুর রব, তাজ উল্লাহ, আলতাব আলী, সংগঠক শিপন খান, জাকির হোসেন, রাজু আহমদ, শামীম আহমদ, শুয়েব আহমদ, আব্দুল খালিক, আব্দুল বারী, তরুণ সংগঠক দুলাল আহমদ, শানুর আলী। স্বাগত বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল খালিক। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চান্দশীর কাপন জামে মসজিদের মুয়াজ্জিন তোফায়েল হোসেন। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ৭নং ওয়ার্ডের প্রতিটি এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments