দেশে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি মার্কিন ডলার। সেটিও চলতি অক্টোবর মাসের ২৭ তারিখ পযর্ন্ত। ডলারপ্রতি ১০৩ টাকা দরে যার পরিমাণ দাড়ায় প্রায় ১৪ হাজার ৮ কোটি টাকা।
তবে ধারণা করা হচ্ছে মাস শেষে তা আগের মাসের চেয়ে কম হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে গত সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র ওঠে এসেছে।
তথ্যমতে, আলোচ্য রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৮৬ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৪ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার।
বাংলাপেইজ/এএসএম