Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ১০ ডিসেম্বর ঘিরে নজরদারি আইনশৃঙ্খলা বাহিনী

১০ ডিসেম্বর ঘিরে নজরদারি আইনশৃঙ্খলা বাহিনী

উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন সেটিও আগামী ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে। ওই দিনটিকে ঘিরে আগে থেকেই নানা স্থানে গোয়েন্দা নজরদারি শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

বিভাগীয় শহর ছাড়া উপজেলা পর্যায়েও চলছে গোয়েন্দা নজরদারি। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সময় অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতের রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে বলা হয়েছে।

একইসঙ্গে ২০১৪ সালের জাতীয় নির্বাচন ঠেকানোর জন্য সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং স্থগিত মামলা সচলের নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। যেসব মামলা উচ্চ আদালতের নির্দেশে বা অন্য কোনও কারণে স্থগিত রয়েছে সেগুলো সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলছেন, অতীতের রাজনৈতিক কর্মসূচিগুলোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কোথাও কোনও নাশকতার পরিকল্পনা করলে সেগুলোকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে কোনও কুচক্রী মহল যেন ফায়দা লুটতে না পারে সে বিষয়েও সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments