Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিককাতারে বিশ্বকাপে মুসলমান হয়েছেন প্রায় ৯০০ বিদেশি

কাতারে বিশ্বকাপে মুসলমান হয়েছেন প্রায় ৯০০ বিদেশি

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা এমন তথ্য জানিয়েছে।

রোববার পার্স টুডে জানিয়েছে, ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা টিভি চ্যানেল বলেছেন যে ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বর্তমানে জাকির ইসলাম ধর্ম প্রচারের জন্য কাতারে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।

আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানান কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।

সূত্র : পার্স টুডে

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments