প্রথম ওয়ানডে হারার দ্বিতীয় ওয়ানেডে হেরে বসেছে ভারতীয় ক্রিকেট দল। টানা দুই ম্যাচ জিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে এখনও আরেকটি ম্যাচ খেলা বাকি রয়েছে ভারতীয় দলের। এর মধ্যে একটি ম্যাচ না খেলে বিদায় নিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কারণ হিসাবে জানা যায়, চোট পাওয়ার কারণে তিনি চলে গিয়েছেন।
বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রোহিত। তবুও ব্যান্ডেজ নিয়ে নেমেছিলেন ব্যাটিংয়ে। নয় নম্বরে নেমে ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে লড়াইটাকে নিয়ে গেছেন শেষ ওভারে।
তবে এ ম্যাচে দাপুটে ব্যাটিং করলেও পরের ম্যাচে থাকছেন না রোহিত। শুধু তাই নয়, টেস্ট সিরিজে এখন অনিশ্চিত ভারতীয় অধিনায়ক। কালই রওনা দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। রোহিত ছাড়াও শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে থাকছেন না দীপক চাহার ও কুলদীপ সেন।
বুধবার ম্যাচ শেষে এসব কথা জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমরা কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ (সেন), দীপক (চাহার) ও রোহিত (শর্মা) তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত কাল মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারে কিনা। আমিনিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে তারা পরের ম্যাচে খেলতে পারছে না।’
পেসার দীপক চাহার এই ম্যাচে বল করেছেন স্রেফ তিন ওভার। এরপরই আর বল করতে পারেননি। এই ম্যাচের চোটের কারণে খেলতে পারেননি কুলদীপ। এর আগে চোটের কারণে দেশে ফিরে যান রিশভ পান্ত। তৃতীয় ওয়ানডে খেলার জন্য ভারতের স্কোয়াডে তাই আছেন তেরজন।
বাংলাপেইজ/এএসএম