রোগীদের ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছে কলকাতার একাধিক হাসপাতাল। কারণ হিসাবে তারা জানায় বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় হৃদরোগ বৃদ্ধির আশঙ্কার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, হৃদপিণ্ড দুর্বল কিংবা উচ্চ রক্তচাপ থাকলে টাইব্রেকার দেখবেন না।
ফুটবল জ্বরে কাঁপছে কলকাতাসহ পশ্চিমবঙ্গ। ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, এগিয়েছে আর্জেন্টিনা। ফুটবলের উত্তেজনায় যাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের ক্ষতি না হয় সেজন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কলকাতার একাধিক হাসপাতাল। একের পর এক ম্যাচের ফয়সালা হচ্ছে টাইব্রেকারে
আমরি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কেবল টিভি থেকে সব ধরনের খেলার চ্যানেল সরিয়ে নিয়েছে। গ্রুপ পর্যায় ও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ভারতীয় সময় রাত সাড়ে আটটায় খেলা শুরু হয়েছে। তাই আমরি কর্তৃপক্ষের সিদ্ধান্তে রাত আটটার পর একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে টেলিভিশন।
বাংলাপেইজ/এএসএম