আর মাত্র কয়েক ঘন্টা। তারপর চালু হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। শুরু দিকে পরিপূর্ণভাবে মেট্রোরেল চলবে না। ধীরে ধীরে পরিপূর্ণভাবে চালু হবে। তাই আজ ঘিরে নানা আয়োজন। মেট্রোরেলে নারী যাত্রীদের জন্য থাকছে বাড়তি সুবিধা।
স্টেশনগুলোতে নারী যাত্রীদের জন্য পৃথক ওয়াশরুম ও শৌচাগার তৈরি করা হয়েছে। তাতে শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা সংযোজিত আছে। আলাদা কোচ রাখা ছাড়াও গর্ভবতী নারী ও বয়স্ক যাত্রীদের জন্য ট্রেনের কোচের ভেতরে আসন সংরক্ষিত রাখা হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। হুইল চেয়ার ব্যবহারকারী ও খর্বকায় ব্যক্তিরা যাতে টিকিট অফিস মেশিন (টিওএম) দিয়ে সহজে টিকিট সংগ্রহ করতে পারেন সেজন্য অপেক্ষাকৃত কম উচ্চতায় টিকিট বুথ তৈরি করা হয়েছে। একইভাবে হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।
হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের পেইড জোনে সহজে প্রবেশ ও বের হতে হুইল চেয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ভাড়া পরিশোধের ব্যবস্থার পাশাপাশি প্রশস্ত গেট তৈরি করা হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহজে ওঠা-নামার সুবিধার্থে লিফটের ভেতরে ধরার জন্য হাতল, নিম্ন উচ্চতায় কন্ট্রোল প্যানেল এবং নিজের অবস্থান বোঝার জন্য আয়না রাখা হয়েছে। লিফটের কন্ট্রোল প্যানেলে ব্রেইল পদ্ধতিতে নির্দেশনাও রাখা হয়েছে। হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যে স্টেশনে ওঠা-নামার জন্য লিফটের সম্মুখে ঢালু পথ থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কনকোর্স এলাকায় বিশেষ সুবিধাসম্বলিত ও সজ্জিত ওয়াশ রুমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকশক্তিহীন ও বধির যাত্রীরা ডিজিটাল নির্দেশিকা অনুসরণ করে স্বাচ্ছন্দ্যে মেট্রো স্টেশন ও ট্রেনে যাতায়াত করতে পারবেন।
অন্ধ যাত্রীদের মেট্রো স্টেশনে চলাচলের জন্য ব্লাইন্ড স্টিক ব্যবহারের সুবিধার্থে ব্যবস্থা করা হয়েছে হলুদ রঙের ট্যাকটাইল পথ। টয়লেট, লিফট ও অগ্রাধিকার আসন সহজে বোঝার জন্য প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে শনাক্তকারী চিহ্ন, স্টেশন এলাকায় এবং মেট্রো ট্রেনের ভেতরে অডিও ও ভিজুয়াল ইনফরমেশন সিস্টেম চালু থাকবে। এই সিস্টেমের মাধ্যমে অন্য যাত্রীদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও শোনা ও দেখার মাধ্যমে সহজে মেট্রো ট্রেনে যাতায়াত করতে পারবেন।
বাংলাপেইজ/এএসএম