Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমেট্রোরেলে রয়েছে ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম

মেট্রোরেলে রয়েছে ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম

স্বপ্নের মেট্রোরেলে নিয়ে আয়োজনের সীমাদ্ধ যেন শেষ হচ্ছে না। এবার মেট্রোরেলে রয়েছেন ৬ নারী চালাক। এর মধ্যে উদ্বোধনের দিনে চালাবেন মরিয়ম আফিজা। আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। তবে কাল থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ‘মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া মেট্রোরেল চালাতে পর্যাপ্ত চালক নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মধ্যে ৬ জন নারী চালক রয়েছে।

তিনি আরো জানান, দক্ষ চালক হিসেবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যকটি ট্রেন যেন দক্ষতার সঙ্গে চালাতে পারে, আমরা তাদের সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি।

নারী চালক বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। ২০২১ সালের ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মরিয়ম টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আবারো আরো চার মাস প্রশিক্ষণ নেন।

এম এ এন সিদ্দিক বলেন , বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতাপ্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাফি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা ও কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments