ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। আজ ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পেনের হয়ে একবারের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও পিএসজির খেলোয়াড় সার্জিও রামোস।
শুক্রবার রাতে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, ‘একটি কিংবদন্তি বা ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলা কম পড়ে। সহজভাবে, #ORei আমাদের ছেড়ে চলে গেছে। ফুটবল সবসময় আপনাকে মনে রাখবে। শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’
রামোস আরও লিখেন ‘তাকে কিংবদন্তি বলাটা একটা ছোটখাট কথা। #ORei চলে গেছে। ফুটবল আপনাকে সবসময় মনে রাখবে। শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’
পেলে এতদিন ধরে তার বড় মেয়ে অবশ্য তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলে দাবি করে আসছিলেন। অসুস্থতার কারণে হাসপাতালেই বড়দিন উদযাপন করেছে পেলের পরিবার। এর ৪ দিন পর পৃথিবী ত্যাগ করলেন ফুটবল জগতের এ মহাতারকা।
সারা বিশ্বে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে অন্যতম অবদান পেলের। তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ( ১৯৫৮, ৬২ ও ৭০)। এছাড়াও দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাও হয়েছেন এ কিংবদন্তি।
বাংলাপেইজ/এএসএম