Wednesday, October 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিবিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত : তথ্যমন্ত্রী

বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত : তথ্যমন্ত্রী

রাজধানীতে বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, তাদের (বিএনপি) গণমিছিলে ঢাকার মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। কেউ যেন শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি।

এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপির জোট কিছু দিন পরপর সাপের মতো চামড়া বাদলায়। তাদের কখনও ২০ দল, কখনও ২৪ দল; আবার কখনও ১২ দল হয়। এখন তারা বলছে ৩৩ দল। এরমধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অনেকেই।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments