Wednesday, October 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনমনোনয়ন ফরম জমা দিলেন মাহি

মনোনয়ন ফরম জমা দিলেন মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি।

শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গেও দেখা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন নায়িকা।

সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‌‘আওয়ামী লীগের মনোনয়ন পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবো।’

উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২-সহ ৬টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments