Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশথানায় নির্দেশনা:‘থার্টি ফার্স্ট নাইটে ফানুস যেন না ওড়ে’

থানায় নির্দেশনা:‘থার্টি ফার্স্ট নাইটে ফানুস যেন না ওড়ে’

ইতিহাসের পাতা থেকে বিদায় নেবে আরেকটি বছর। সেটি হতে আর মাত্র কয়েক ঘন্টা। শুরু হবে ইংরেজি নতুন বর্ষ ২০২৩ সালের প্রথম দিন। প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকার আকাশে দেখা মিলবে হাজার হাজার জ্বলন্ত ফানুস। চারদিক কাঁপিয়ে ফুটবে বাজি, আতশবাজির আলোয় ঝলমল হবে সর্বত্র। বাজির শব্দ আর আলো সবাইকে জানান দেবে নতুন ইংরেজি বছর এসে গেছে।

নতুন বছরের বরণ অনুষ্ঠানে বাঁধভাঙ্গা উল্লাস যেমন আছে তেমনি কিছু কিছু ঘটনা মানুষের সারাজীবনের কান্না হয়ে দাঁড়ায়। এমন কিছু ঘটনা ঘটে গেল বছর বর্ষবরণ অনুষ্ঠানে।

জ্বলন্ত ফানুস ও আতশবাজি ফোটানোর কারণে শুধুমাত্র রাজধানী ঢাকার অন্তত ১০টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার বাইরে এ সংখ্যা প্রায় ১৯০টি। এসব ঘটনায় এদিকে যেমন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়, অন্যদিকে আগুনের আতঙ্কে ম্লান হয়ে যায় নববর্ষ উদযাপন।

এবার এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি চায় না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন বর্ষবরণ উদযাপনের কয়েক দিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে সংস্থাটি। বিশেষ এই রাতে সব ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস উড়ানো বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments