বডিবিল্ডার জাহিদ হাসান শুভকে রানার্সআপ করে প্রশ্নবিদ্ধ কাজ করেছে ফেডারেশন। এমন মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক্ষেত্রে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কিছু কিছু ফেডারেশন প্রতিযোগিতার জন্য যেসব পুরস্কার দিচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। খেলার জন্য ব্লেন্ডার, থালাবাসন না দিয়ে তিনি প্রাইজমানি দেয়ার নির্দেশনা দেন।
এ সময় জাহিদ হাসান রাসেল জানান, আগামী ৬ জানুয়ারি থেকে ২ দিনব্যাপী ‘ঢাকা ক্যাটেল এক্সপো’ অনুষ্ঠিত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সারাদেশের ১৫০ জন খামারি মেলায় অংশগ্রহণ করবেন।
আইকে