ক্রান্তিকালীন মুহুর্ত সময় পার করছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকা। চরম আর্থিক দুর্দশায় থাকা শ্রীলঙ্কাকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) থেকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ সরকার। সেই ঋণ পরিশোধে দেশটিকে আরও ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪২৬তম সভায় বিষয়টি উত্থাপন করা হলে এ সিদ্ধান্ত আসে। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভার বিষয়টি জানানো হয়।
এ নিয়ে সাম্প্রতিককালে চরম আর্থিক দুর্দশায় থাকা শ্রীলঙ্কাকে ঋণ পরিশোধের সময় আরও এক দফা বাড়ানো হলো। আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা অনুযায়ী অপেক্ষাকৃত বড় দাতাকে আগে ঋণ পরিশোধ করার নিয়ম রয়েছে। এ কারণে শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলারের এ ঋণ ফেরত পেতে প্রায় ১৫ বছর সময় লাগার আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে মারাত্মক আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দেড় বছর আগে বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণ পরিশোধের মতো অবস্থায় নেই দেশটি। এরই মধ্যে আরও এক দফা ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক। কারেন্সি সোয়াপের মাধ্যমে নেওয়া এ ঋণ পরিশোধে প্রথমে তিন মাস সময় বাড়ানোর অনুরোধ করে শ্রীলঙ্কা। দেশটির আর্থিক অবস্থা ক্রমে আরও নাজুক হলে তাদের অনুরোধে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।
বাংলাপেইজ/এএসএম