মেন্টাল হেলথ কেয়ার কর্তৃক আয়োজনে নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কুমিল্লা অনুষ্ঠিত হয়েছে ‘প্রজেক্ট লাইফ কেয়ারের’দিনব্যাপী কর্মশালা।
বুধবার (১২জানুয়ারী) সকাল ১০টায় স্কুলের অডিটোরিয়াম এই কর্মশালা শুরু হয়। এতে অংশ নেয় স্কুলের নবম ও দশম শ্রেণীর প্রায় ৩০০ জন শিক্ষার্থী। কর্মশালা প্রশিক্ষক হিসাবে ছিলেন মেন্টাল হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া কাওসার মীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেন্টাল হেলথ কেয়ারের উপদেষ্টা ইশতিয়াক মাঈনুদ্দীন ইমু ও কুমিল্লা ভিক্টরিয়া গভ. কলেজের গণিত বিভাগে প্রভাষক আ.জ.ম হাসান।
সংগঠনের প্রতিষ্ঠাতা মীম বলেন, ‘আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। এ পর্যন্ত মেন্টাল হেলথ্ কেয়ারের আওতায় বাংলাদেশের প্রায় ছয় হাজার কিশোর-কিশোরী বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পেরেছে। এখন পযন্ত দেশের প্রায় পাঁচটি বৃহত্তর নগরী কিশোর-কিশোরীরা সরাসরি মাঠপর্যায়ের কাজে যুক্ত আছে। এই জেলা শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা, বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া এবং সম্প্রতি ময়মনসিংহ জেলায় মেন্টাল হেলথ্ কেয়ার বিস্তার ঘটিয়েছে ৷ মানসিক স্বাস্থ্য সচেতনতার কর্মশালায় অংশগ্রহণ করা হয় । বৃহত্তর কুমিল্লা নগরীর স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, কুমিল্লা মডার্ণ হাই স্কুলসহ ঢাকার বিভিন্ন স্কুলে মেন্টাল হেলথ্ কেয়ার এই কর্মশালার আয়োজন করা হয়।’
এছাড়া প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন,‘ শারীরিক চিকিৎসার জন্য যেমন ডাক্তার প্রয়োজন হয়, তেমনি মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে নিজেকে তৈরি করতে হবে । নিজেকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অপরকেও সচেতন করতে হবে।
প্রভাষক আ.জ.ম হাসান কবির বলেন, ‘আমাদের সকলকে পজিটিভিটির সাথে থাকতে হবে এবং বাস্তব চিন্তাভাবনা করে ভবিষ্যত পরিকল্পনা করতে হবে।’
বাংলাপেইজ/ এএসএম