দীর্ঘ ক্ষরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশ আজেন্টিনা। বিশ্বকাপ জেতার কারণে দলটিকে নিয়ে বাংলাদেশের রয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও বাংলাদেশের কবে মেসিরা আসবে এটা নিয়ে আনুষ্ঠিকভাবে কিছু জানায় ফুটবলে সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রীতি ম্যাচের জন্য চিঠি দিয়েছিল। সেটার উত্তর কি? বা কবে নাগাত আর্জেন্টিনা দল বাংলাদেশে আসবে এটা নিয়ে বুধবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। সেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ইস্যুতে বাফুফে ুবিভিন্ন বিষয় তুলে ধরবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস-রিলিজে বলা হয়, ‘আগামী জুন ২০২৩ ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে অবহিত করনের লক্ষ্যে আগামীকাল ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।’
মেসির দেশ আর্জেন্টিনা নিয়ে সব সময় বাংলাদেশের মানুষদের রয়েছে নানা রকমের কৌতূহল। মেসির আর্জেন্টিনা এর আগেও বাংলাদেশে এসেছিল। তবে এবার সেটা হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগেই। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা- নাইজেরিয়া প্রীতি ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। সেখানে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে আসেনি মেসিরা।
বাংলাপেইজ/এএসএম