Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপিআইবি’তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সদস্যদের প্রশিক্ষণ

পিআইবি’তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সদস্যদের প্রশিক্ষণ

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক)’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)। ১৭ এবং ১৮ জানুয়ারি পিআইবির সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সকাল নয়টায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ২৮ জন সদস্যদের নিয়ে এই কর্মশালাটি আরম্ভ হয় এবং বুধবার (১৮ জানুয়ারি) বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর সভাপতিত্বে ও শেখ মজলিস ফুয়াদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

সমাপনী অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, আপনাদের সংবাদ লেখার সময় শব্দের ব্যাপারে সাবধান হতে হবে, যাতে সেটা ভুল অর্থ প্রকাশ না করে। নিজের মধ্যে শব্দের ভান্ডার বাড়াতে হবে, এর জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে। আপনাদের জানতে হবে পড়তে হবে, নইলে পিছিয়ে পড়বেন৷

তিনি আরও বলেন, পিআইবি সাংবাদিক বানায় না, তবে তাদের কাজকে উন্নত করার চেষ্টা করে। আপনি যা শিখলেন তা যদি কাজে লাগান, তাহলে ভবিষ্যতে উন্নতি করবেন৷

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সায়েম খান বলেন, সাংবাদিকতার সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া, সাংবাদিকতার উন্নয়নের জন্য অনেক ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রবাহের যে ধারায় আমরা আটকে ছিলাম, তা থেকে বের হতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য বিশ্বাসযোগ্য না হলেও সাংবাদিকদের থেকে প্রাপ্ত তথ্যে সত্যতা, জবাবদিহিতা থাকে৷ তাই সাংবাদিকদের এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে।

উল্লেখ্য, দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক শাহ্ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, গ্লোবাল টেলিভিশনের সিইও ও এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments