রাশিয়ার বিজয় অনিবার্য: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিজয় অনিবার্য। সেন্ট পিটার্সবার্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণকারী এক প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
১১৮ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ
জানাশোনা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ফরাসি নান লুসাইল র্যান্ডন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। র্যান্ডনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার বড় কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
শিগগির বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। সম্প্রতি অর্থনৈতিক ধীর গতির কারণে খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি কোম্পানিগুলো। এক্ষেত্রে মাইক্রোসফটও একই দিকে হাঁটতে যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
জনসংখ্যায় চীনকে এখনই ছাড়িয়ে গেছে ভারত
জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। কিন্তু কিছু বিশ্লেষকের ধারণা, সেই ঘটনা এরই মধ্যে ঘটে গেছে। অর্থাৎ, ভারত এরই মধ্যে জনসংখ্যার বিচারে চীনকে ছাড়িয়ে গেছে।
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও প্রথমে জানানো হয়েছিল নিহতের সংখ্যা ১৮।
ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হেনেছে সাত মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। এর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও সেটি অনুভূত হয়েছে।
কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আফগানিস্তানে অসুস্থ ১৪০
কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আফগানিস্তানের একটি আঞ্চলিক হাসপাতালে অন্তত ১৪০ জন চিকিৎসাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে হেরাত প্রদেশের এসব মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোটের আগেই মুসলিমদের কাছে যেতে কর্মীদের নির্দেশ নরেন্দ্র মোদীর
সামনেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনও ঘোষণা হতে পারে যেকোনো সময়। আর ২০২৪ সালে রয়েছে লোকসভার নির্বাচনের অগ্নিপরীক্ষা। এ অবস্থায় বিজেপির ভোটব্যাংক বাড়াতে মুসলিমসহ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সঙ্গে আগেভাগেই যোগাযোগ বাড়ানোর জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) নয়া দিল্লিতে বিজেপির জাতীয় নির্বাহী বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
সিডনিতে নিউজিল্যান্ড থেকে আসা প্লেনের জরুরি অবতরণ
নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আসা কান্তাস এয়ারলাইন্সের একটি প্লেন জরুরি অবতরণ করেছে সিডনিতে। জানা গেছে, প্লেনটিতে ১০০ জন আরোহী ছিলেন।
এ পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার
নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের পর এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ওই প্লেনটিতে আরোহী ছিলেন ৭২ জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আরও একজনের লাশ উদ্ধার করা হয় সেতি নদীর ঘাট থেকে।
বাংলাপেইজ/এএসএম