রাজধানীর পল্লবীর ১০ নম্বর সেকশনের বিহারিদের মুসলিম ক্যাম্পে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদিত বিহারিদের নন-লোকাল রিলিফ কমিটির সেক্রেটারি আনোয়ার আলমের মেয়ে নাজনী আক্তার সাগুফতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বিহারি নেতাসহ স্থানীরা। অবশেষে পল্লবীর বিহারি ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় ত্রাস সৃষ্টিকারি সেই নাজনীনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। বিহারিদের মুসলিম ক্যাম্পের নেতা ফখরুলের দায়ের করা হামলা সংক্রান্ত এক মামলায় তাকে বুধবার দুপুরে পল্লবীর মুসলিম ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে পল্লবীর ১০ নম্বর সেকশনের বিহারিদের মুসলিম ক্যাম্পের একটি ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে মোটরচালিত মেশিন স্থাপন করেন অভিযুক্ত নাজনীন। এতে বাধা দেয়ায় নাজনীর হাতে নাজেহাল হতে হয়েছে প্রতিবেশী ও বিহারি নেতৃবৃন্দের।
এসময় বিহারিদের বৃহত্তর সংগঠন এসপিজিআরসি মিরপুর ১০ নং শাখার সভাপতি মোঃ সেলিম ইউসুফ ও ইএসপিওয়াইআরএম এর মুসলিম ক্যাম্প শাখার সভাপতি খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলে তাদেরও নাজেহাল করেন নাজনী ও তার মা। এসময় নাজনী ও তার সন্ত্রাসী বাহিনী প্রতিবেশী মনিরের বাড়ির দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং ঘটনাস্থলে উপস্থিত ক্যাম্পের নারী, শিশু ও নেতাদের ওপর হামলা চালায়।