Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদক্ষমা চাইলেন ঋষি সুনাক

ক্ষমা চাইলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাড়িতে করে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চলন্ত গাড়িতে কিছু সময়ের জন্য সিটবেল্ট সরিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশের জন্য একটি ভিডিও ধারণ করতে সিটবেল্ট সরিয়ে ছিলেন ঋষি সুনাক। আর এ কারণে তাকে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়।

অবশেষে সমালোচনার প্রেক্ষিতে ক্ষমা চাইতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, ঋষি সুনাক অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

ঋষি সুনাক মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments