Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়আইডিএ’র ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম : বিশ্বব্যাংক এমডি

আইডিএ’র ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম : বিশ্বব্যাংক এমডি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) তহবিল থেকে বার্ষিক ঋণ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের বন্ধুত্ব উদযাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রটসেনবার্গ বলেন, আইডিএ হচ্ছে বিশ্বব্যাংকের সবচেয়ে সস্তা ঋণ প্রাপ্তির প্রতিষ্ঠান। ৪০ বছরে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে পরিশোধযোগ্য এ ঋণ স্বল্পোন্নত দেশগুলোকে দেওয়া হয়। শুধু বাংলাদেশ নয়, আইইডিএভুক্ত অনেক দেশ বাজেট সহায়তা চায়।

বিশ্বব্যাংক এমডি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে ৩৬৫ প্রকল্প চলমান রয়েছে। ৫০ বছরে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

এছাড়াও বিশ্বব্যাংক বাংলাদেশে ৫৬টি চলমান প্রকল্পে প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের অর্থায়ন করছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত বলেও জানান বিশ্বব্যাংক এমডি।

উল্লেখ্য, বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments