বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সঙ্গে জড়িত ছিল। তবে রাখাইনে দুই পক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনো রোহিঙ্গা নেই।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, যারা ঢুকে পড়েছেন, তাদের তো আমরা বের করতে পারিনা। তবে তাদের সবাইকে আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে।
এর আগে বাংলাদেশে মনোনীত ৪ দেশের অস্থায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এ কে আব্দুল মোমেন।
তারা হলেন- কিউবার আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লোটফি এবং এসওয়াতিনি মেনজিসিফো লামিনি।
আইকে